কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে হিমছড়ি পুলিশ ফাঁড়ির সামনে চেকপোস্ট বসিয়ে ট্রাফিক বিভাগের বিশেষ অভিযানে ফিটনেসবিহীন, লাইসেন্সবিহীন, হেলমেটবিহীন ও অতিরিক্ত যাত্রী বহনের দায়ে প্রায় ৩০-৪০টি মোটরসাইকেল আটক করা হয়েছে।

এই অভিযান পরিচালনা করেছে কক্সবাজার ট্রাফিক বিভাগ। আটক হওয়া বাইকগুলোর বেশিরভাগই ছিল ভাড়া চালিত, যা পর্যটকদের পরিবহনের জন্য ব্যবহৃত হয়ে আসছে দীর্ঘদিন ধরে। অভিযানে ধরা পড়ে এমনও কিছু মোটরসাইকেল, যেগুলোর মালিকপক্ষ কোনো ধরনের সরকারি অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে বাণিজ্যিকভাবে পরিচালনা করে আসছিল।

সূত্র জানায়, অনুমোদনহীনভাবে এই বাইক ব্যবসা পরিচালনার পেছনে কিছু অসাধু ব্যক্তি প্রশাসনের একাংশকে মোটা অঙ্কের টাকা দিয়ে ‘মুখ বন্ধ’ করে রেখেছে। এর ফলে প্রশাসনিক তদারকির অভাবে অবাধে চলতে থাকে এ অবৈধ ভাড়া বাইকের কার্যক্রম।

স্থানীয় সচেতন মহল বলছে, এসব বাইক চালকদের অনেকেরই প্রয়োজনীয় প্রশিক্ষণ ও কাগজপত্র নেই। পর্যটকদের নিরাপত্তা না থাকা, অতিরিক্ত ভাড়া আদায়, অপেশাদার আচরণ ও নানা ধরনের হয়রানির অভিযোগ নিয়মিতই উঠছে। এমনকি, কয়েকটি ঘটনায় পর্যটকদের মৃত্যুর মতো মর্মান্তিক দুর্ঘটনাও ঘটেছে।

জনসচেতন মহল ও পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিরা দ্রুত এই অবৈধ মোটরসাইকেল ভাড়া ব্যবসা বন্ধ এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা মনে করেন, কক্সবাজারের পর্যটন শিল্পকে সুরক্ষা দিতে হলে এমন অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো জরুরি।