শওকত আলম : কক্সবাজার।
কক্সবাজার সমুদ্রসৈকতে এক ১১ বছর বয়সী শিশুকে ইভটিজিং ও তার ভাইকে মারধরের ঘটনায় চারজনকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ।
ঘটনাটি ঘটে সৈকতের ব্যস্ততম এলাকায়, যেখানে পরিবারসহ অনেক পর্যটক উপস্থিত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযুক্ত চার যুবক প্রথমে শিশুটিকে উত্ত্যক্ত করে এবং পরে প্রতিবাদ জানালে তার ভাইকে মারধর করে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্যুরিস্ট পুলিশের একটি টহল দল অভিযুক্ত চারজনকে গ্রেফতার করে। বর্তমানে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তারা।
এই ধরনের অপরাধ দমনে ট্যুরিস্ট পুলিশ সজাগ রয়েছে বলে জানানো হয়। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।
0 Comments