শওকত আলম : কক্সবাজার। কক্সবাজার, ২০ এপ্রিল ২০২৫:

কক্সবাজার জেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাবেক কাউন্সিলর মিজানুর রহমান আদালতে আত্মসমর্পণ করে কারাগারে গেছেন। আজ রবিবার (২০ এপ্রিল) দুপুরে তিনি কক্সবাজারের একটি আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন। পরে আদালত তার জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মিজানুর রহমানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্রগুলো। তবে ঠিক কোন মামলায় তিনি আত্মসমর্পণ করেছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

রাজনৈতিক অঙ্গনে পরিচিত মুখ মিজানুর রহমান দীর্ঘদিন ধরে কক্সবাজার পৌরসভার কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগের স্থানীয় রাজনীতিতে তার প্রভাবও ছিল উল্লেখযোগ্য।

এই ঘটনার পর স্থানীয় রাজনীতিতে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটিকে রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্র হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন, আইন তার নিজস্ব গতিতে চলেছে।

এ বিষয়ে কক্সবাজার জেলা আওয়ামী লীগের কোনো নেতার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।