এম আবু হেনা সাগর,ঈদগাঁও থেকে 

ঈদগাঁওতে গাছে গাছে সবুজ পাতায় উঁকি দিচ্ছে সবুজ কাঁচা আম। গাছে মুকুল পরবর্তী আম গুটি বেঁধে বড় আকারে হয়। তবে গাছের ডালে ডালে থোকায় থোকায় আমে ভরপুরের দৃশ্য যেন মনোমুগ্ধকর।একেবারে আম পেঁকে পুরোপুরি পরিপক্ব হতে আরো মাসাধিক সময় লাগবে বলেও জানান উপসহকারী কৃষি কর্মকর্তা শাখাওয়াত হোসেন। 

সরেজমিনে দেখা যায়, কক্সবাজারের ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের জাগির পাড়া, মাইজ পাড়া,জালালাবাদ ইদ্রিসপুরসহ উপজেলার আওতাধীন পাঁচটি ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় রাস্তার দু পাশে বাড়ীর আঙ্গিনায় সবখানেই গাছ জুড়ে সবুজ পাতায় উঁকি দিচ্ছে আম আর আম। এ যেন ঋতু পরিবর্তনে প্রকৃতির বুকে নতুন বার্তা। গাছে গাছে সবুজ পাতার সাথে সবুজ আমের এক অন্যন্য মিতালী। বেশ সংখ্যক গাছে গাছে মাঝারি ও বড় সাইজের কাঁচা আম ঝুলে থাকতে চোখে পড়ে। আবার পরিচর্চার  অভাবে  কিছু কিছু গাছ থেকে ছোট আকারের আম পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। এ কাঁচা আম নিয়ে বাড়ীঘরের বৌ-ঝিয়েরাসহ বধুরা কত রকমের আচারও তৈরী করে থাকেন। 

আজিজ, পেঠানসহ কয়েকজন স্থানীয়রা জানান, প্রতিবছরের তুলনায় গ্রামীণ জনপদের বাড়ীঘরের আম গাছ গুলোতে মাঝারি ও বড় আকারের আমের ফলন দেখা দিয়েছে। তবে কিছু কিছু এলাকায় গাছে তেমন দেখা যাচ্ছেনা আম। 

উপসহকারী এ কৃষি কর্মকর্তা আরো জানান, আমের গুটি ঝরা রোধ করতে স্থানীয় চাষীদের আম গাছের পরিচর্যা বিষয়ক বিভিন্ন  পরামর্শ দিচ্ছে। বাগান ভিত্তিক আম কম সংখ্যক চাষাবাদ হলেও ব্যাক্তি উদ্যোগে বাড়ীঘরে ৮০ ভাগ মানুষের আম গাছ রয়েছে।