কক্সবাজার প্রতিনিধিঃ
চকরিয়ায় পুলিশের সফল অভিযানে নৌ-বাহিনীর সদস্য সেজে প্রতারণা করা এক প্রতারক দম্পতিকে আটক করা হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম।
আটককৃতরা হলেন—কিশোরগঞ্জ জেলার তারাইন উপজেলার মোন্তাজ উদ্দিনের ছেলে মোহাম্মদ মিজান ও তার স্ত্রী মৌসুমি বেগম।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এই দম্পতি নিজেদের নৌ-বাহিনীর সদস্য পরিচয় দিয়ে দেশের বিভিন্ন এলাকায় প্রতারণা করে আসছিলেন। সম্প্রতি তারা চকরিয়ার স্বপ্নছোঁয়া ইভেন্ট ম্যানেজমেন্ট ও ফটোগ্রাফি স্টুডিও থেকে ক্যামেরা ভাড়া নেন। তবে তাদের আচরণ ও পরিচয় নিয়ে দোকান মালিক ও আশপাশের মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়। বিষয়টি বিভিন্ন সূত্রে চকরিয়া থানা পুলিশকে অবগত করা হলে পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়।
বিশ্লেষণ করে দেখা গেছে, আটক দম্পতি সুপরিকল্পিতভাবে সেনা বাহিনীর সদস্য সেজে বিশ্বাস স্থাপন করতেন এবং তারপর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান কিংবা ব্যক্তিকে টার্গেট করে প্রতারণা করতেন। তাদের প্রতারণার কৌশল ছিল চতুর এবং অভিনব।
চকরিয়া থানার ওসি শফিকুল ইসলাম জানান, "ধৃতদের ব্যাপারে তদন্ত চলছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই প্রতারণা চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।"
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ পুলিশের এ ধরনের তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছে এবং ভবিষ্যতে এ ধরনের প্রতারণা প্রতিরোধে আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছে।
0 Comments