ফরিদ আলম সিকদার( কক্সবাজার) ২৩ এপ্রিল ২০২৫:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য জনাব আলহাজ্ব লুৎফুর রহমান কাজল ভাইয়ের মমতাময়ী মা, সাবেক সংসদ সদস্য সাহেলা খানমের সুস্থতা কামনায় শহর যুবদলের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (আজ) সন্ধ্যায় কক্সবাজার শহরের জেলা বিএনপির কার্যালয়ে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে শহরের যুবদলের আওতাধীন বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের পাশাপাশি বিএনপি ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতারাও অংশ নেন।
সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করেন, যেন কাজল ভাইয়ের মা দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং আগের মতো স্বাভাবিক জীবন ফিরে পান।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, “আমরা সবাই মিলেই তাঁর জন্য দোয়া করেছি। আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থ করে তোলেন—এটাই আমাদের প্রার্থনা।
শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে দোয়া মাহফিল শেষ হয়।
0 Comments