রিপোর্টার : মোনতাহেরুল হক আমিন : বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :
বাঁশখালীর পুকুরিয়া দক্ষিণ বরুমচড়া জিয়াউল উলুম নুরানী মাদরাসা ও হিফজখানার দুই দিনব্যাপী বার্ষিক মাহফিল ও শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে শুরু হওয়া দুইদিন ব্যাপী মাহফিলের প্রথম দিন শুক্রবার ছিল শিক্ষা প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত উক্ত শিক্ষা প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও দানবীর জয়নাল আবেদীন নুরী।
বাঁশখালী আইনজীবী সমিতির সহ সভাপতি বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট বোরহান উদ্দিন মাতব্বর নুরীর সঞ্চালনয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাঁশখালী উপজেলা বিএনপির সিনিয়র সদস্য ও পুকুরিয়ার বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী শাহাদাত হোসাইন চৌধুরী। বক্তব্য রাখেন, সমাজ সেবক কামরুল হাছান চৌধুরী, চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্মকর্তা মোহাম্মদ কুতুবউদ্দিন নুরী, ব্যাংক কর্মকর্তা হেলাল উদ্দিন নুরী, বাঁশখালী প্রেসক্লাব সভাপতি সাংবাদিক শফকত হোসাইন চাটগামী, বাংলাদেশ নকল নবিশ এসোসিয়েশন চট্টগ্রাম শাখার যুগ্ম আহবায়ক শাহাদাত হোসাইন, দানবীর ও সৌদি প্রবাসী ইউসুফ কোম্পানী, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট শওকত ইকবাল চৌধুরী, মাহমুদুল ইসলাম নুরী, গ্লোবাল ব্যাংক কর্মকর্তা মিফতাহ উদ্দীন আজাদ নুরী, মোহাম্মদ ইবরাহীম, রাঙ্গামাটি সিডিএ কর্মকর্তা নুর মোহাম্মদ, ওয়ার্ড বিএনপি নেতা আহমদ হোসেন, শাহাদাত হোসেন প্রমুখ।
শিক্ষা প্রদর্শনী শেষে মাদ্রাসার ৩ শতাধিক শিক্ষার্থীদের মাঝে ড্রেস, শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ করা হয়। এসময় সভাপতির বক্তব্যে সমাজসেবক ও শিক্ষানুরাগী জয়নাল আবেদীন নুরী মুসলিম সন্তানদের উচ্চ শিক্ষার আগে দ্বীনি শিক্ষার উপর গুরুত্বারোপ করে বলেন, মৃত্যুর পর কবরে হাশরে একমাত্র কোরআনি শিক্ষা এবং দ্বীনি শিক্ষাই মানুষের কাজে লাগবে। অন্য শিক্ষা মৃত্যুর সাথে সাথে বিলোপ হয়ে যাবে। তিনি ছেলে মেয়েদের কোরআন ও প্রাথমিক ধর্মীয় শিক্ষা দিতে সকলের প্রতি আহবান জানান।
0 Comments