ডেক্স রিপোর্ট 

কক্সবাজারের ঐতিহ্যবাহী ও সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ উঠেছে এক চিহ্নিত সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে।

১৯৮২ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বর্তমানে বিদ্যালয়টিতে ৯০০-এর অধিক ছাত্রী অধ্যয়নরত রয়েছে।

তবে সম্প্রতি বিদ্যালয়ের দ্বিতীয় গেটের পাশে, সিস্টেম প্লাজা টেইলার্সের সংলগ্ন এলাকায়, ওমর ফারুক  বাহিনীর নামে পরিচিত একটি দখলদার চক্র ভুয়া ও বানোয়াট কাগজপত্রের মাধ্যমে জোরপূর্বক দোকান নির্মাণ কার্যক্রম শুরু করেছে বলে অভিযোগ উঠেছে।

বিদ্যালয়ের পরিচালনা কমিটির পক্ষ থেকে কক্সবাজার জেলা প্রশাসক, পুলিশ সুপার, উন্নয়ন কর্তৃপক্ষ ও ভূমি অফিসসহ বিভিন্ন সরকারি দপ্তরে লিখিতভাবে অভিযোগ দাখিল করা হয়েছে।

অভিযোগ আমলে নিয়ে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ ইতোমধ্যে উচ্ছেদ অভিযান শুরু করেছে। কিন্তু অভিযানের পরও ওমর ফারুক বাহিনী অমান্য করে আবারও জোরপূর্বক নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।



এতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন মহল। তারা প্রশ্ন তুলেছেন—এই চক্রের পেছনে কারা? এত দাপটের উৎস কোথায়?

সচেতন মহলের জোর দাবি, সন্ত্রাসী ওমর ফারুক  বাহিনীকে অবিলম্বে আইনের আওতায় এনে বহু আলোচিত ও শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ের জমি দখলমুক্ত করা হোক।