ডেক্স রিপোর্ট
কক্সবাজার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কক্সবাজার পৌর শাখার আওতাধীন কলাতলী ১২ নং ওয়ার্ড দক্ষিণ শাখা বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন কলাতলী ১২ নং ওয়ার্ড দক্ষিণ শাখা বিএনপির বিপ্লবী সভাপতি আলহাজ্ব আব্দুল খালেক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার পৌর বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক আলহাজ্ব রফিকুল হুদা চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সদস্য সচিব আবুল কাশেম।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কক্সবাজার পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য গিয়াস উদ্দিন, এবং সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য মাসুদুর রহমান মাসুদ।
এছাড়া মতবিনিময় সভায় কলাতলী ১২ নং ওয়ার্ড দক্ষিণ শাখা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দলসহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রবীণ মুরব্বিগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা কলাতলী ১২ নং ওয়ার্ড দক্ষিণ শাখা বিএনপির কার্যক্রম, সফলতা ও চ্যালেঞ্জসমূহ তুলে ধরেন। দলীয় বিভাজন, মতপার্থক্য এবং দলীয় ভাবমূর্তি ক্ষুণ্নকারীদের কর্মকাণ্ড বিষয়ে বিশ্লেষণ তুলে ধরা হয়। নেতৃবৃন্দ এসব সমস্যা সমাধানে কক্সবাজার পৌর বিএনপির অভিভাবক নেতাদের কাছে সুস্থ, বাস্তবভিত্তিক এবং ঐক্যবদ্ধ সমাধানের আহ্বান জানান।
সভার শেষাংশে নেতাকর্মীরা দলের ঐক্য, শৃঙ্খলা ও ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়ে আলোচনা করেন এবং সংশ্লিষ্ট সবাইকে সক্রিয় অংশগ্রহণের জন্য অনুরোধ জানান।
0 Comments