ডেক্স রিপোর্ট 

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার জেলা শাখার আয়োজনে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় কক্সবাজার জেলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় সদর উপজেলার ইউএনও’র দেওয়া এক বক্তব্যের প্রতিবাদ জানানো হয়।

সভায় বাপা’র জেলা নেতৃবৃন্দ ইউএনও’র বক্তব্যকে অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য আখ্যায়িত করে তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করার আহ্বান জানান। নেতৃবৃন্দ জানান, নির্ধারিত সময়ের মধ্যে বক্তব্য প্রত্যাহার না করা হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।