ডেক্স রিপোর্ট
কক্সবাজারের টেকনাফ উপজেলার রাজারছড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অপহৃত সিলেটের জকিগঞ্জ উপজেলার ৬ জন রাজমিস্ত্রিকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, আজ ২২ এপ্রিল ২০২৫ খ্রিঃ (সোমবার) সন্ধ্যায় টেকনাফ মডেল থানা পুলিশের একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে রাজারছড়া পাহাড়ি এলাকা থেকে অপহৃতদের উদ্ধার করে।
উদ্ধারকৃত ব্যক্তিরা হলেন— ১। আব্দুল জলিল (৫৬), পিতা-মৃত সোহরাব আলী
২। খালেদ হাসান (১৮), পিতা-সফর উদ্দিন
৩। মারুফ আহমদ (১৯), পিতা-ফারুক আহমদ
৪। রশিদ আহমদ (২৪), পিতা-মৃত লুকুজ আলী
৫। এমাদ উদ্দিন (২৫), পিতা-মৃত আব্দুল মান্নান
৬। শাহীন আহমদ (২২), পিতা-আজিউদ্দিন
সকলের বাড়ি সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার পশ্চিম লোহার মোহর গ্রামে।
জানা যায়, গত ১৫ এপ্রিল ২০২৫ খ্রিঃ তারিখে ওই ৬ জন রাজমিস্ত্রির কাজের উদ্দেশ্যে কক্সবাজারে যান। জনৈক শফিউল্লাহ নামের এক ব্যক্তি তাদের কাজের প্রলোভন দেখিয়ে নিয়ে গিয়ে অপহরণকারীদের হাতে তুলে দেন। এরপর তাদের সঙ্গে পরিবারের যোগাযোগ বন্ধ হয়ে গেলে স্বজনরা জকিগঞ্জ থানায় নিখোঁজ ডায়েরি করেন।
ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হলে দেশব্যাপী চাঞ্চল্য সৃষ্টি হয়। বিষয়টি কক্সবাজার জেলা পুলিশের নজরে এলে তারা উদ্ধার অভিযানে নামে।
অভিযানকালে অপহরণকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। বর্তমানে অপহরণকারীদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। এ ঘটনায় টেকনাফ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
0 Comments