শাকুর মাহমুদ চৌধুরী, উখিয়া 

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ঘিলাতলী নিবাসী  শিক্ষক ইকবালের মৃত্যুতে শোকের আবহ ছড়িয়ে পড়েছে এক প্রিয় মুখের অকাল বিদায়ে। মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৫) আসরের নামাজ পরপরই উখিয়া উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয় উখিয়া ডিগ্রি কলেজের শারীরিক শিক্ষা বিভাগের প্রিয় শিক্ষক মোঃ ইকবালের।

সদা হাস্যোজ্জ্বল, পরোপকারী ও সমাজসেবায় নিবেদিত এই শিক্ষক শুধু শিক্ষা প্রতিষ্ঠানেই নয়, পুরো এলাকায় ছিলেন একজন শ্রদ্ধেয় মানুষ। রাজনীতিবিদ, সহকর্মী, ছাত্র, অভিভাবক থেকে শুরু করে এলাকার সর্বস্তরের মানুষ চোখের জলে তাকে শেষ বিদায় জানাতে ভিড় করেন মসজিদ প্রাঙ্গণে।

কিন্তু সবচেয়ে হৃদয়বিদারক দৃশ্যটি ছিল তার একমাত্র সন্তান নিশানের কাঁধে বাবার লাশ। পৃথিবীতে হয়তো কোনো ব্যথাই এত গভীর নয়, যখন একজন সন্তানকে নিজের জন্মদাতা পিতার নিথর দেহ বহন করতে হয়। বাবার নিঃস্বার্থ পরিশ্রম, ভালোবাসা, আদর্শ—সবকিছু যেন একসঙ্গে বুক ভেঙে কান্নায় রূপ নিল নিশানের চোখে। বাবাকে হারিয়ে নিশান আজ একা, অথচ চারপাশে মানুষে মানুষে ভরা।

প্রয়াত মোঃ ইকবাল ছিলেন একজন আদর্শ শিক্ষাগুরু, যার স্নেহ ও অনুপ্রেরণায় অনেক ছাত্র আজ আলোকিত মানুষ। তার অনুপস্থিতি যেন একটি প্রজন্মের অভিভাবকসুলভ ছায়া হারিয়ে ফেলা।

হে পরম করুণাময়, আপনি যিনি ক্ষমাশীল, যিনি দয়ালু, আপনি আমাদের প্রিয় ইকবাল স্যারের কবরকে করুন জান্নাতুল ফেরদৌসের বাগানসম। তার জীবনের প্রতিটি সদকায়ে জারিয়ার জন্য দিন চিরস্থায়ী শান্তির প্রতিদান।

আজ শুধু উখিয়া নয়, গোটা সমাজ শোকাহত। একজন শিক্ষক চলে গেছেন, রেখে গেছেন শিক্ষা, মমতা, আর ভালোবাসার নিদর্শন।