ডেক্স রিপোর্ট 

ছুটির দিন হলেও থেমে থাকেনি প্রশাসনের অভিযান। উপজেলার দুর্গম বিভিন্ন এলাকায় অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে দিন কাটিয়েছেন সহকারী কমিশনার (ভূমি)।

আজকের দিনব্যাপী এই অভিযানের জন্য নির্বাচিত হয় ঈদগড়, গর্জনিয়া ও কাউয়ারখোপ ইউনিয়ন। এসব ইউনিয়ন উপজেলা সদর থেকে দূরবর্তী ও দুর্গম হওয়ায় সেখানে অবৈধ কার্যক্রম নিয়ন্ত্রণে রাখা বেশ চ্যালেঞ্জিং।

ঈদগড় ইউনিয়নে অভিযান:

৩নং ওয়ার্ডের চরপাড়া ব্রিজ ও কোনারপাড়া এলাকা থেকে দুইটি ড্রেজার মেশিন জব্দ করা হয়।

৭নং ওয়ার্ডের পানিস্যাঘোনা এলাকা থেকে অবৈধ বালুসহ একটি ডাম্পার ট্রাক আটক করে ২০,০০০ (বিশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।

গর্জনিয়া ইউনিয়নে:

থোয়াঙ্গাকাটা স্টেশনের পাশে ৬,০০০ ঘনফুট অবৈধ বালি জব্দ করে জনসম্মুখে ৪০,০০০ (চল্লিশ হাজার) টাকায় স্পট নিলামে বিক্রি করা হয়।

কাউয়ারখোপ ও গর্জনিয়ায়:

ব্যক্তিগত খতিয়ানের জমি থেকে অবৈধভাবে মাটি কাটার চেষ্টা রোধ করা হয়। এসময় এক্সকাভেটর মেশিনের দুইটি ব্যাটারি জব্দ করা হয়।

এসিল্যান্ড জানান, “মা, মাটি ও পরিবেশ রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে। সবাই নিজ নিজ অবস্থান থেকে সচেতন থাকুন এবং পরিবেশবিধ্বংসী কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ করুন।”