নিজস্ব প্রতিবেদক কক্সবাজার

পর্যটন রাজধানী কক্সবাজারের কলাতলী সুগন্ধা পয়েন্ট এলাকায় জমি দখলের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, মেইন রাস্তার পাশের মূল্যবান জমি ভুয়া ও বানোয়াট খতিয়ান তৈরি করে দখল করে নিচ্ছে একটি প্রভাবশালী সিন্ডিকেট। এ সিন্ডিকেটের সঙ্গে কথিত আওয়ামী স্বৈরাচার বিরোধী দলের কিছু প্রভাবশালী ব্যক্তিও যুক্ত বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমি দখলের উদ্দেশ্যে ইতোমধ্যে ওই জায়গা ঘিরে সবুজ রঙের টিনের বেড়া এবং সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। দিন-রাত ২৪ ঘণ্টা কাজ চলছে বলে জানান স্থানীয় বাসিন্দারা।

এ বিষয়ে কক্সবাজার সদর উপজেলা ভূমি অফিস থেকে ০২ মে ২০২৪ তারিখে এক লিখিত স্মারকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট জমির খতিয়ানটি অফিসের রেকর্ড অনুযায়ী সঠিক নয়। ফলে এটি সম্পূর্ণভাবে ভুয়া ও বানোয়াট হিসেবে চিহ্নিত করা হয়েছে।

অভিযোগ রয়েছে, এই সিন্ডিকেট শুধুমাত্র কলাতলী নয়, বরং কক্সবাজার শহরের বিভিন্ন জায়গায় একই কায়দায় জমি দখল করছে। কেউ প্রতিবাদ করলে তাদের মামলা দিয়ে হয়রানি করার হুমকিও দেওয়া হচ্ছে। অভিযুক্তদের মধ্যে প্রশাসনের কিছু দুর্নীতিগ্রস্ত ব্যক্তি এবং নামধারী কিছু গণমাধ্যমকর্মীও জড়িত রয়েছেন বলে অভিযোগ।

সচেতন মহল বলছে, এই ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ জরুরি। তারা দাবি করেছেন, কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন ভাবমূর্তি রক্ষা করতে হলে অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।

এ বিষয়ে প্রশাসনের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় বাসিন্দা ও সচেতন নাগরিকরা।