শওকত আলম : কক্সবাজার।

কক্সবাজারে রাখাইন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তিন দিনব্যাপী ‘মাহা সাংগ্রেই’ বা ‘সাংগ্রাই পোয়ে’ জলকেলি উৎসব আজ শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় শেষ হয়েছে। রাখাইন বর্ষ ১৩৮৬ বিদায় ও ১৩৮৭ বর্ষকে বরণ করে নিতে এই উৎসব ১৭ এপ্রিল শুরু হয়।

উৎসবের মূল আকর্ষণ ছিল জলকেলি, যেখানে তরুণ-তরুণীরা একে অপরকে পানি ছিটিয়ে আনন্দ উদযাপন করেন। এই জলকে মঙ্গলজনক মনে করা হয়, যা পুরোনো বছরের দুঃখ-কষ্ট ধুয়ে নতুন বছরকে শুভ করে তোলে।

উৎসবের প্রথম দিন শহরের টেকপাড়া ও চাউলবাজার রাখাইন পল্লির নারীরা শোভাযাত্রা বের করেন এবং বৌদ্ধমন্দির সড়কের শতবর্ষী অগ্যামেধা বৌদ্ধবিহারে বুদ্ধমূর্তি স্নানের মাধ্যমে নববর্ষ উদযাপনের প্রস্তুতি গ্রহণ করেন।

পরবর্তী দিনগুলোতে শহরের বিভিন্ন এলাকায় পানিভর্তি ড্রাম ও নৌকা স্থাপন করে তরুণ-তরুণীরা ঐতিহ্যবাহী পোশাকে সেজে জলকেলিতে অংশ নেন। স্থানীয়দের পাশাপাশি বিপুলসংখ্যক পর্যটকও এই উৎসবে অংশগ্রহণ করেন।

এই উৎসব কেবল আনন্দ-উল্লাসের নয়, বরং এটি রাখাইন সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। উৎসবের মাধ্যমে হিংসা-বিদ্বেষ ভুলে সবাই একসাথে সুখ-শান্তির প্রার্থনা করেন।

কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র এই আয়োজনকে সফল করতে সহযোগিতা প্রদান করেছে।