শামসুল আলম বাহাদুর 

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলা সভাপতি শামসুল আলম বাহাদুর বলেন ইসলামি রাষ্ট্র ছাড়া মানুষের অধিকার ফিরে আসবেনা তাই

ইসলাম কল্যানময় রাষ্ট্র গঠনের আন্দোলনে শ্রমিক প্রতিনিধিদের আরো অগ্রণী ভূমিকা রাখতে হবে। কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে শ্রমিক যোগাযোগ পালনের মাধ্যমে সর্বস্তরের শ্রমিক জনতার দুয়ারে দুয়ারে গিয়ে ইসলামের সুমহান মর্যাদা তুলে ধরতে হবে।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার শহর শাখার উদ্যেগে আয়োজিত ওয়ার্ড় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

শহর সভাপতি আমিনুল ইসলাম হাসানের সভাপতিত্বে ও সহ-সভাপতি এম ইউ বাহাদুরের সঞ্চালনায় ওয়ার্ড প্রতিনিধি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহ-সাধারণ সম্পাদক ও পরিবহন শ্রমিক ফেডারেশন সভাপতি মুহাম্মদ শাহজাহান। 

আরো উপস্থিত ছিলেন শহর সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, অফিস সম্পাদক আমীর আহমেদ, 

স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জাফর আলম, শ্রমিক নেতা আবদুর রহিম, নুরুল হোসেন, নুরুচ্ছফা সাগর, তৈয়বুল ইসলাম, নাছির উদ্দীন ও আবদুল্লাহ প্রমূখ। 

প্রধান অতিথি শামসুল আলম বাহাদুর আরো বলেন আল্লাহর আইন ও সৎ লোকের শাসন কায়েম হলেই ইসলামি রাষ্ট্র গঠন সম্ভব তাই আসুন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পতাকা তলে সমবেত হয়ে সেই আন্দোলনকে আরো বেগবান করে তুলি।