বার্তা পরিবেশকঃ

জীবনের ব্যস্ততা আর নিজস্ব স্বার্থপরতার আড়ালে আজ আমরা অনেকেই ভুলে গেছি, মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোর কথা। কিন্তু এই পৃথিবীতেই এখনো কিছু মানুষ আছেন, যাঁরা নিঃস্ব হয়েও হয়ে ওঠেন শত মানুষের আশার আলো। কক্সবাজার জেলার উখিয়া উপজেলার মহুরি পাড়া গ্রামের এমনই একজন সন্তান হলেন মোহাম্মদ ইদ্রিস—একজন মানবতাবাদী সৈনিক, যিনি নিঃস্ব হলেও হৃদয়ে ধারণ করেছেন অসীম ভালোবাসা, ত্যাগ আর সহমর্মিতার মহিমা।

মোহাম্মদ ইদ্রিসের জীবনের লক্ষ্য একটাই—অসহায়, গরিব, দুঃখী, দিনমজুর, পথের মানুষদের পাশে দাঁড়ানো। নিজের সীমিত আয় ও কয়েকজন প্রবাসী বন্ধুর সহায়তায় গত দেড় বছর ধরে তিনি মানবতার এই পথে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। অর্থ না থাকলেও আন্তরিকতা আর সাহস নিয়ে এগিয়ে চলেছেন—যার সাক্ষ্য পাওয়া যায় তার অসংখ্য মানবিক কর্মকাণ্ডে।

তিনি সেই মানুষ, যিনি রাস্তার পাশে পড়ে থাকা সন্তানসম্ভবা এক মানসিক ভারসাম্যহীন নারীকে হাসপাতাল ভর্তি করে চিকিৎসা করান, তারপর খোঁজ নিয়ে তাকে তার পরিবারে ফিরিয়ে দেন। অসহায় রোগীদের পাশে দাঁড়িয়ে ওষুধ, চিকিৎসা এমনকি হাসপাতালে ভর্তি করিয়ে জীবন বাঁচানোর কাজ করেন তিনি নিরবে। স্থানীয় মসজিদগুলোর ওযুখানা নির্মাণ, দরিদ্রদের ঘর বানিয়ে দেওয়া, খাদ্য বিতরণ—সবকিছুতেই তিনি নিজেকে নিয়োজিত রেখেছেন বিনিময়ে কিছু না চেয়ে।

মোহাম্মদ ইদ্রিসের এই সব কাজ কোনো এনজিও বা বড় প্রতিষ্ঠানের সহায়তায় নয়। তিনি আজও বলেন, আমি আজও এই পথচলায় কোনো প্রাতিষ্ঠানিক সাহায্য পাইনি। বরং অনেক সময় হিংসা আর অবহেলা সইতে হয়েছে। তবুও মানুষের চোখের কান্না দেখলে আমি থেমে থাকতে পারি না। নিজের খাবার না থাকলেও চাই তাদের পাশে থাকতে।

মোহাম্মদ ইদ্রিস বিশ্বাস করেন, একা কিছু করা সম্ভব নয়। সমাজের সবার অংশগ্রহণ ছাড়া মানবতার এ পথ দীর্ঘ করা কঠিন। তাই তিনি আমাদের সকলের প্রতি আবেদন জানাচ্ছেন, আপনারা পাশে দাঁড়ান, আমি কাজ করবো। আপনার সামান্য সহায়তা হয়তো কাউকে মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়ে আনতে পারে।

মানবতার এই যোদ্ধার হাতে যদি আমরা তুলে দিই আমাদের ভালোবাসা, আস্থা আর সহানুভূতির হাত, তাহলে বদলে যেতে পারে হাজারো অসহায় জীবনের গল্প।

মানবতা তখনই বাঁচে, যখন একজন ইদ্রিসের মতো মানুষ নিজের সামর্থ্যের শেষ বিন্দু দিয়ে অন্যের মুখে হাসি ফোটাতে চায়। আমাদের উচিত—তার পাশে দাঁড়ানো, তাকে শক্তি দেওয়া, যাতে এই যাত্রা না থেমে যায় কোনো অভাব, হিংসা বা অবহেলার কাছে। কারণ, ইদ্রিসের মতো মানুষরাই আজকের সমাজে আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা।